প্রতি মিনিটের জন্য ৩০ কোটি টাকা পেয়েছেন নেইমার?

0

২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। পরে ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে নেইমারকে বিশাল অঙ্কে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই থেকে পেরিয়ে গেছে ১৮ মাস। কিন্তু চোটের কারণে বেশির ভাগ সময়েই মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। 

কিছুদিন আগে শেষ হওয়া ২০২৪ সালে তো বলতে গেলে খেলেনইনি নেইমার। পুরো পঞ্জিকাবর্ষে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার, ছিলেন মোটে ৪২ মিনিট। এই ৪২ মিনিট খেলে কী পরিমাণ অর্থ ব্যাংকে ভরেছেন নেইমার, সেটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারও।

নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাঁকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল! তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।

যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here