প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত

0

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকায় প্রতিবেশীর দায়ের কোপে খলিলুর রহমান (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত প্রতিবেশী হলেন একই এলাকার শামসুল মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৩৩)।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই আলাউদ্দিন জানান, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here