প্রতিবাদের মুখে স্থগিত শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের আয়োজন

0

ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত এফডিসির এমডি মাসুমা তানিকে প্রধান অতিথির আসনে বসিয়ে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে অবশেষে অনুষ্ঠানটি স্থগিত করেছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের দোসর হিসেবে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের কাছে বিতর্কিত মাসুমা তানিকে প্রধান অতিথির পাশাপাশি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটিতে প্রধান আলোচক রাখা হয়েছিল ফ্যাসিবাদের আরেক দোসর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিটিভিতে গিয়ে মায়াকান্না করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সুজাতা আজিমকে। 

বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের প্রতিবাদ ও নিন্দার মুখে অবশেষে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয় শিল্পকলা একাডেমি।  

একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাসুমা তানি ও সুজাতা আজিম ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলেন এই বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা অনুষ্ঠানটি স্থগিত করি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না এমন অতিথিদের নিয়ে পরবর্তীতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

গণঅভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচার আমলে ঘোষিত জাতীয় চলচ্চিত্র দিবসটি কেন পালন করা হবে এমন প্রশ্নের জবাবে ওয়ারেছ হোসেন বলেন, শিল্পকলা একাডেমির নিয়মানুযায়ী সকল জাতীয় দিবস উদযাপনের নির্দেশনা দেওয়া আছে। যেহেতু সরকারিভাবে দিবসটি বাতিল করা হয়নি সেহেতু নিয়ম মানার লক্ষ্যেই আমাদের দিবসটি পালন করতে হবে। 

অন্যদিকে, তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত চলচ্চিত্র মাধ্যম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় অধিভুক্ত শিল্পকলা একাডেমির বাড়াবাড়ি নিয়ে নানা ধরনের কথা বলছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here