প্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আর মাত্র দুই দিন পর। তবে প্রথম টেস্টে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। গত নভেম্বরে স্টোকসের বাঁ হাঁটুর অস্ত্রোপচার হয়।
যদিও ইংলিশদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, স্টোকসের জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন।
হায়দরাবাদে প্রথম টেস্টে তার খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। ইংলিশ কোচ ম্যাককালাম বলেছেন, ‘সে নিজেকে নিয়ে কাজ করছে এবং সবাই জানে তার কাজের ধরন অসাধারণ। আমি তাকে রানিং করতে দেখেছি। আমার মনে হয় সে খেলতে প্রস্তুত।’