এশিয়া কাপ ক্রিকেটে আজ বুধবার সুপার ফোরের সুপার লড়াই। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সাকিব আল হাসানদের সুপার ফোরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে মিরাজ ও শান্তর জোড়া সেঞ্চুরি এবং তাসকিন- শফিউলের মারাত্মক বোলিংয়ে বড় ব্যবধানে জিতেই বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করে।
শিরোপার প্রত্যাশা নিয়েই সাকিব-মুশফিকরা এশিয়া কাপ খেলতে এসেছেন। আজ জিতলে প্রত্যাশাটা আরও বেড়ে যাবে। তবে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। ঘরের মাঠে তারা ফেবারিট। সাকিবদের জিততে হলে ব্যাটে-বলে সেরাটা দিতেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তকে পাচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির শিকার হওয়ায় তার এশিয়া কাপই শেষ হয়ে গেছে।
এশিয়া কাপের মঞ্চে দল নিয়ে যেন কোনো গোপনীয়তা নেই পাকিস্তানের। নেপাল ও ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামার একদিন আগে একাদশ ঘোষণা করে দিয়েছে বাবর আজমরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সে ম্যাচের ১৮ ঘণ্টারও বেশি আগে নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ফলে প্রতিপক্ষকে নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা সাজানোর একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
একাদশে আনা হয়েছে এক পরিবর্তন। নেপাল ও ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। তার জায়গায় দলে এসেছেন পেসার ফাহিম আশরাফ। এছাড়া পেস আক্রমণে থাকছেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ। স্পিনার হিসেবে দলে আছেন কেবল শাদাব খান। আর বাবর আজম, ফখর জামান, ইমাম-উল-হক, ইফতিখার আহমেদদের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।