নেত্রকোনার কলমাকন্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কামরুজ্জামান খন্দকার নামে (৪৮) এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাউসাম গ্রামের কামরুজ্জামানের সাথে একই এলাকার আবুল হোসেন ও তার ছেলেদের সাথে বিরোধ ছিল। বিরোধের জের ধরে সন্ধ্যার পর বাউসাম বাজার এলাকায় একা অবস্থায় পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরে স্থানীয়রা আহত কামরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।