হবিগঞ্জের বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোছাব্বির মিয়া (২০) নামে এক যুবক মারা গেছেন। নিহত যুবক ওই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কটিয়াদি পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছাব্বির মারা যায়।
এদিকে বিষয়টি জানতে পেরে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যায় ব্যবহৃত লাঠি (কাঠের টুকরো) উদ্ধার করা হয়েছে।