সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহান। আগামী ১২ সেপ্টেম্বর ইডির অফিসে তলব করা হয়েছে তাকে। ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ রুপি প্রতারণার মামলায় বসিরহাটের তৃণমূল এ সংসদ সদস্যকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
এক দিকে যখন এই খবরে রাজ্য রাজনীতি সরগরম, অন্য দিকে তখন শহরজুড়ে চুটিয়ে নতুন হিন্দি ছবির প্রচার চালাচ্ছেন যশ দাশগুপ্ত। কলকাতা বিমানবন্দরের বাইরে হলুদ ট্যাক্সির সামনে অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের সঙ্গে দেখা গেল নায়ককে। তার আসন্ন ছবি ‘ইয়ারিয়া ২’-এর প্রচার চলছে পুরোদমে।
আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর কি নুসরাতের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যাবেন যশ? সে কথাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, আজ শনিবারই ছবির প্রচারের জন্য মুম্বাই চলে যাচ্ছেন যশ। তাই মঙ্গলবারের মধ্যে আদৌ তিনি ফিরবেন কি না, ফিরলেও তিনি ইডি অফিসে নায়িকার সঙ্গে যাবেন কি না, তা অনুমান করা যাচ্ছে না।