বরগুনার আমতলি উপজেলায় ডলার ও রিয়ালের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধান আমতলির ককুয়া ইউপি সদস্য জালাল হাওলাদারকে (৬০) শুক্রবার রাতে গ্রেফতার করেছে র্যাব ও বরগুনা ডিবি পুলিশ।
এর আগে, ২৮ এপ্রিল বরগুনার ডিবি পুলিশের ওসি বশিরুল নেতৃত্বে এই চক্রের সদস্য চুন্নু ও দুলালকে গাজীপুর বাজারে ৩ লাখ টাকার ডলার ও রিয়াল বিক্রীর প্রস্তুতির সময় আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে, ইউপি সদস্য জালাল তাদের প্রধান। এরপর তাকে গ্রেফতার করতে যৌথ অভিযান শুরু হয়।
গ্রেফতার জালালকে আমতলি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া শুক্রবার রাতে অপর এক অভিযানে বরগুার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইউপি সদস্য পনু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কুদ্দস খানকেও (৪৪) গ্রেফতার করে ডিবি পুলিশ।