প্রতারক চক্রের ৫ সদস্য আটক
ফেসবুকের পরিচয়ের পর যুবকদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।
এর আগে বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গণমাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।