শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছেই হার মানলেন ভারতের তারকা রমেশবাবু প্রজ্ঞানন্দ। অভিজ্ঞতা আর তারুণ্যের লড়াইয়ে শেষ হাসি হাসলেন কার্লসেন।
তবে কিংবদন্তি কার্লসেনকে ১৮ বছরের প্রজ্ঞা ফাইনালে হারলেও চাপে রেখেছিলেন। বৃহস্পতিবার অবশ্য র্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞানন্দ। দ্বিতীয় র্যাপিড গেমে জিততেই হতো তাকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল কার্লসেনের মাথায়।