নওগাঁর সাপাহারের সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রের ৫৯জন দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সেই সাথে কেন্দ্র সচিবকেও আটক করা হয়েছে। প্রক্সি দেওয়ার অভিযোগে তাদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা।