প্রকাশ পেল সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ‘মহাশ্মশান’

0
প্রকাশ পেল সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ‘মহাশ্মশান’

দেশের ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ তাদের নতুন অ্যালবাম প্রকাশ করেছে। এটি একটি ডাবল অ্যালবাম। 

‘মহাশ্মশান’ নামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে গান আছে ১৭টি। প্রথম সিডি মহাশ্মশান ১-এ থাকছে নয়টি গান, দ্বিতীয় সিডি মহাশ্মশান ২-তে থাকছে ৮টি গান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে স্পটিফাইতে গানগুলো যায়। পরে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়- রাত ৮টায় ইউটিউব চ্যানেলে অফিশিয়ালি অ্যালবামটি প্রকাশিত হয়। 

সোনার বাংলা সার্কসের নতুন এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামের গল্প নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রথম অ্যালবামে আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল এপিটাফ গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান।

তিনি আরও জানান, এবার আমাদের ক্যারেকটারের নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু আবার সে আবার হয়তো আবার পুনর্জন্ম নেবে এরপরের অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।

সোনার বাংলা সার্কাসের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরপর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’প্রকাশিত হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি। 

ইতোমধ্যেই দেশ-বিদেশে ২০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছে ব্যান্ডটি। এর পাশাপাশি ঢাকায় চারবারসহ ৭ বিভাগীয় শহরে নিজেদের আয়োজনে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’সলো কনসার্ট নিয়ে হাজির হয়েছিল ব্যান্ডটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here