প্রকাশ পেল সত্য, মালাইকা অরোরার বয়স বিতর্কের অবসান

0
প্রকাশ পেল সত্য, মালাইকা অরোরার বয়স বিতর্কের অবসান

বলিউডের ওপর সারির অভিনেত্রীরা একের পর এক বিষয় নিয়ে আলোচনায় থাকেন। তার মধ্যে অন্যতম মালাইকা অরোরা। বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্যক্তিগত সম্পর্কের কারণে। সালমান খানের ছোট ভাই আরবাজ খানের স্ত্রী থাকার সময় আইটেম গান দিয়ে সুপারহিট হন তিনি। 

পরবর্তী সময়ে নিজের চেয়ে বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়ে আলোচনায় ছিলেন। তার হাঁটাচলা থেকে পোশাক, সব কিছুতেই একাংশ সমালোচনায় মুখর।  চর্চায় রয়েছে মালাইকার বয়সও। তার ফিটনেস ও গ্ল্যামার দেখে অনেকেই অবাক হন। ফিফটির দোরগোড়ায় এসে কিভাবে নিজের ফিটনেস ধরে রাখেন তা নিয়েও সবার কৌতুহল রয়েছে।

২৩ অক্টোবর ছিল মালাইকার জন্মদিন। এবার তার সেই জন্মদিনে বয়স নিয়ে জল্পনা-কল্পনা, চর্চার অবসান ঘটালেন বোন অমৃতা অরোরা। 

মালাইকা চলতি বছর ৫০ বছরে পা দিলেন, তার জন্মদিন উদযাপনের ছবিই বলছে সে কথা। অভিনেত্রীর জন্মদিনের কেকে লেখা ছিল বয়স। অভিনেত্রীর বোন অমৃতা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন।’ জন্মদিনে অভিনেত্রীর পাশে ছিলেন ছেলে আরহান খান, মা, বোন ও ঘনিষ্ঠ বন্ধুরা।

কয়েক দশক ধরে বলিউডে নিজের শক্ত অবস্তঅন তৈরি করেছেন মালাইকা অরোরা। হিন্দি সিনেমার আইটেম গানে তার উপস্থিতি এখনো দর্শকদের বিমোহিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here