আর মাত্র কয়েকদিন পরই (৫ অক্টোবর) ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ১০টি মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ।
এই মেগা ইভেন্ট উপলক্ষে বুধবার থিম সং প্রকাশ করেছে আইসিসি। ভারতের পাঁচ শিল্পীর গাওয়া থিম সংটির নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ ‘হৃদয় উদযাপন করে’।
গানটি লিখেছেন শ্লোক লাল ও সাবেরী ভার্মা। গানটি গেয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকাশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা ও চরণ।