দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বোনা চিত্রনাট্যের উপর ভিত্তি করে সিনেমা তৈরি করেছেন বলিউড পরিচালক নীতেশ তিওয়ারি। সিনেমার নাম ‘বাওয়াল’। এতে জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই একপ্রস্ত জলঘোলা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকাস্টের মতো নির্মম ঐতিহাসিক এক অধ্যায়কে বলিউডি রোম্যান্টিকতার ছাঁচে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় শুরু হয়েছিল জল্পনা। এবার ফের চর্চায় ‘বাওয়াল’। তবে এ বার শিরোনামে ছবির দুই তারকা বরুণ ও জাহ্নবী। নেপথ্যে বরুণের আজব কীর্তি।
সম্প্রতি ‘বাওয়াল’-এর প্রচার অনুষ্ঠানের জন্য ছবি তুলছিলেন বরুণ ও জাহ্নবী। কালো পোশাকে সেজেছিলেন দু’জনেই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতেই হঠাৎ জাহ্নবীর কানে কামড় বসান বরুণ। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান জাহ্নবীও।
এর আগেও চলতি বছরেই নিজের এমন এক কাণ্ডের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন বরুণ। নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার সুপারমডেল জিজি হাদিদ। নিজের পারফরম্যান্সের সময়ে জিজিকে কোলে তুলে আচমকাই তার গালে চুম্বন আঁকেন বরুণ। সেই সময় জিজির চোখেমুখে অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। অনুমতি ছাড়াই কী করে এমন কাজ করতে পারেন বরুণ? এই প্রশ্নে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সমালোচনার ঝড় উঠলে পরে অবশ্য বরুণ জানান, পুরো বিষয়টিই নাকি পারফরম্যান্সের অঙ্গ হিসেবে পরিকল্পিত ছিল।