প্রকাশ্যে ‘সালার’র টিজার, ঘুরে দাঁড়াতে পারবেন প্রভাস?

0

প্রকাশ্যে এলো দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘সালার’-এর টিজার। শুরু থেকেই এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল। কারণ ছবির পরিচালক প্রশান্ত নীল, যিনি ‘কেজিএফ’-এর পরিচালক।

আগেই জানা গিয়েছিল, ডার্ক অ্যাকশন ঘরানার সিনেমাটিতে অ্যাকশন অবতারে ধরা দেবেন প্রভাস। টিজারেও সেটার আভাস পাওয়া গেল। তবে রহস্য জিইয়ে রাখলেন নির্মাতারা। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজারে দেখানো হয়নি প্রভাসের মুখ।

অনেকদিন ধরেই যেন শনির দশা কাটছে না ‘বাহুবলী’ খ্যাত এই তারকার। একের পর এক ফ্লপ সিনেমায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। ‘আদিপুরুষ’ এ ঘুরে দাঁড়ানোর আশাতেও গুড়ে বালি। উল্টো উপরি হিসেবে জুটেছে নিন্দা-বিতর্ক। তবে ভক্তদের আশা এই সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলবেন প্রভাস।

‘সালার’-এ তার বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। এছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি ও মালয়ালম ভাষায় একসঙ্গে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here