বলিউড তারকা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রথম গান ‘জিন্দা বান্দা’ মুক্তি পেয়েছে।
সোমবার গান প্রকাশ করা হয়। শাহরুখ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করা হয়।
এক হাজার নারী নৃত্যশিল্পী চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই ও মুম্বাইয়ে শাহরুখের সাথে এই গানে অংশ নেন। শোভির কোরিওগ্রাফিতে বানানো এ গানের পিছনে ব্যয় হয়েছে ১৫ কোটিরও বেশি রুপি।
প্রকাশের পর থেকেই গানটি নিয়ে উন্মাদনা শুরু করেছে শাহরুখ ভক্তরা। শাহরুখের তারুণ্যদীপ্ত উপস্থিতি তাদের মুক্ত করেছে।