প্রকাশ্যে চিরকুটের নতুন অ্যালবামের প্রথম গান

0

সম্পর্ক, মমতা ও ভালোবাসার জটিলতা ও সৌন্দর্যকে ছুঁতে এসেছে চিরকুট ব্যান্ডের নতুন গান ‘দামী’। এই গানটি ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্রের’ প্রথম গান। চিরকুটে ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে শোনা যাচ্ছে গানটি।

‘তুমি যত পুরনো হবে, ততই আমার কাছে দামী’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। গানটি নিয়ে সুমি বলেছেন ‘দামী’ গানটি ভালোবাসা ও মূল্যবোধের অনুরণনে গড়া। গানটা তাদের খুব প্রিয় গান এবং সেটি প্রকাশের পর তারা অনলাইনে ভালো সাড়াও পাচ্ছেন। এই গানের কথাগুলো সবাই নিজেদের সঙ্গে সম্পৃক্ত করতে পারছেন।

অ্যালবামের নাম ‘ভালোবাসাসমগ্র’ দেওয়ার কারণ জানিয়ে সুমি বলেন, “ভালোবাসার চেয়ে শক্তিশালী কোনো শব্দ পৃথিবীতে নেই। আমরা এবার মনে করলাম পুরো অ্যালবামটাই ভালোবাসার গানে তৈরি করব। ভালোবাসার বহুমাত্রিকতা নিয়ে করা হয়েছে গানগুলো। প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্রষ্টার প্রতি, মানুষে মানুষে ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা উঠে এসেছে গানের কথায়।

তিনি জানান, সারা পৃথিবীতে এমন সব অস্থিরতা চলছে, আমরা তো গানটাই পারি। গান দিয়ে যতটা শান্তির বার্তা, ভালোবাসার বার্তা দেওয়া যায়। সেই চিন্তা থেকেই এই অ্যালবাম।” ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামে আরও নয়টি গান আছে। সেগুলো খুব শিগগিরই প্রচার হবে।

‘দামী’ গানের সাউন্ড প্রোডাকশনে ছিলেন পাভেল আরিন, যিনি ড্রাম ও পারকাশনেও অবদান রেখেছেন। রিদম গিটার বাজিয়েছেন রায়হান ইসলাম শুভ্র এবং লিড গিটার ও ভয়েস হারমোনিতে আছেন দিব্য নাসের। বেজ গিটারে ছিলেন ইশমামুল ফারহাদ এলিন। গানটিতে ব্যাঞ্জো, ম্যান্ডোলিন, গিটার, ইউকুলেলে ও স্ট্রামটিক বাজিয়েছেন রায়হান আকন্দ প্রান্ত।

কিবোর্ড, হারমোনিয়াম ও ভায়োলিনে গানটিকে আরও সমৃদ্ধ করেছেন ইয়ার হোসেন। গানের মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়রুল আলম শুভ (টিম লিড), ইয়ার হোসেন ও জাকির আহমেদ। গানটির ভিজ্যুয়াল আর্ট ও অ্যালবাম কভার ডিজাইন করেছেন রাকিব রহমান। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও চিত্রগ্রহণ করেছেন আবদুল্লাহ আল বকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here