প্রকাশ্যে কারিনার আলিঙ্গন নিয়ে যা বললেন শাহিদ

0

এক সময় একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। বলিপাড়ায় তাদের প্রেম ছিল অন্যতম চর্চিত বিষয়। এমনকী তাদের বিচ্ছেদ নিয়েও জলঘোলা কম হয়নি। অনেক বছর পর্যন্ত মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল এই দুই তারকা। তবে সম্প্রতি আইফার মঞ্চে সবাইকে অবাক করে প্রকাশ্যে একে-অপরকে আলিঙ্গন করেছেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান।

তাদের দু’জনের এই বিশেষ সাক্ষাতের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেখা যায়, আইফার সংবাদ সম্মেলনের ওই অনুষ্ঠানে কারিনা কাপুর খান এবং শাহিদ কাপুরকে একে অপরের সঙ্গে কথা বলছেন। তারা দু’জনেই একে অপরকে জড়িয়ে ধরেন। 

ভক্তরা তাদের প্রিয় অভিনেতাদের বহু বছর পর একসঙ্গে দেখে খুশি হয়েছেন এবং ভিডিওগুলোতে তাদের সেরা জুটি বলে মন্তব্য করছেন। যা নিয়ে শাহিদ নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা বলেন, এভাবে প্রায়ই তাদের দু’জনেরই দেখা হতেই থাকে। এটা স্বাভাবিক ব্যাপার।

শাহিদ বলেন, ‘আমাদের জন্য এতে নতুন কিছু ছিল না, আজ আমদের মঞ্চে দেখা হয়েছে এবং এখানে-ওখানে দেখা হতেই থাকে। কিন্তু আমাদের জন্য এই সব কিছুই সম্পূর্ণ স্বাভাবিক। যদি মানুষ এটা পছন্দ করেন তবে ভালোই।’

উল্লেখ্য, কারিনা এবং শাহিদ কাপুর ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে শোনা গিয়েছিল। করণ জোহরের শোতেও তারা দু’জনেই তাদের প্রেমের কথা স্বীকার করেছিলেন। তবে সবশেষ ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের আগেই তাদের দু’জনের বিচ্ছেদ ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here