প্রকাশ্যে এলো প্রিগোজিনের নতুন ভিডিও

0

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা দলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার কয়েকদিন আগে তাকে আফ্রিকায় দেখা গেছে।

রয়টার্সের খবর অনুসারে, ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল  গ্রে জোনে এই ভিডিও প্রকাশিত হয়েছে। সংক্ষিপ্ত ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘যারা আলোচনা করছেন আমি বেঁচে আছি কি না, আমি কেমন আছি- এই মুহূর্তে ২০২৩ সালের আগস্টের দ্বিতীয়ার্ধ, আমি আফ্রিকায় আছি। সুতরাং যারা আমাকে মুছে ফেলতে পছন্দ করেন বা আমার ব্যক্তিগত জীবন, আমি কত উপার্জন করি বা অন্য কিছু জানতে চান – সবকিছু ঠিক আছে। ভিডিওতে তাকে হাত নাড়তে দেখা যায়। 

তবে ভিডিও থেকে বোঝা গেছে, নিজের জীবনের ওপর হুমকি ছিল সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। 

গত ২৩ আগস্ট বিমান দুর্ঘটনায় নিহত প্রিগোজিন ও তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্র উতকিনসহ মোট ১০ জন। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় পুতিনের হাত থাকতে পারে। যদিও ক্রেমলিন বিষয়টি উড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here