প্রকাশিত হলো সংগীত শিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

0
প্রকাশিত হলো সংগীত শিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

প্রকাশিত হয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশি সংগীত শিল্পী ড. আনিসুর রহমান রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’। এটি তার নবম মৌলিক গান। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে এবং অডিও ইউটিউব মিউজিক ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে।

গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন আনিসুর রহমান রানা নিজেই। গানে গিটার, কি-বোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংও শিল্পীর করা।

গানের রেকর্ডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও লেভনে। মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফি করেছেন এসএইচ পলাশ ও নাজার আয়ানুর রহমান।

আনিসুর রহমান রানা বলেন, গানটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে। জীবনের নানা কষ্ট, হতাশা, বেদনা, ঘাত-প্রতিঘাতকে দূরে ঠেলে আবারও বাঁচতে শেখার আহ্বান জানানো হয়েছে। গানটির মূল স্লোগান হচ্ছে, আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমরা তা জয় করে সামনে নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here