প্রকাশিত হয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশি সংগীত শিল্পী ড. আনিসুর রহমান রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’। এটি তার নবম মৌলিক গান। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে এবং অডিও ইউটিউব মিউজিক ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে।
গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন আনিসুর রহমান রানা নিজেই। গানে গিটার, কি-বোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংও শিল্পীর করা।
গানের রেকর্ডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও লেভনে। মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফি করেছেন এসএইচ পলাশ ও নাজার আয়ানুর রহমান।
আনিসুর রহমান রানা বলেন, গানটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে। জীবনের নানা কষ্ট, হতাশা, বেদনা, ঘাত-প্রতিঘাতকে দূরে ঠেলে আবারও বাঁচতে শেখার আহ্বান জানানো হয়েছে। গানটির মূল স্লোগান হচ্ছে, আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমরা তা জয় করে সামনে নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।

