প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’

0
প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’

সংগীত দুনিয়ার জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গানের সঙ্গেই তার বসবাস। শ্রোতা-দর্শকদের মাতাতে ভিন্ন ধাঁচের স্বাদ দিতে নতুন গান প্রকাশ করেছেন তিনি। 

‘এই ব্যথা কি তোমার অনুগত/ চাইলেই রোদে এসে পেতে দেয় গা/ এই ব্যথা কি দিনান্তে কোনো হাওয়া/ স্বপ্নের মত সারা রাত্রি জেগে থাকা’- এমন কাব্যমালায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ব্যতিক্রমী ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এসময় বাপ্পা মজুমদার শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সঙ্গীতাঙ্গনের অনেকেই।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, অনেকদিন পরে আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে । আরও আনন্দের ব্যপার হলো আজকে আমার বড় কন্যার জন্মদিন, এমনদিনে ‘এই ব্যথা’ গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। গানটির ভিডিও নিয়ে একটু বলতে চাই, এই ধরণের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দিবে বলে আশি বিশ্বাস করি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।

ডিএমএস জানায়, ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here