একটানা ৬ষ্ঠ বারের মত প্যারিসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্যারিসের একটি অভিজাত হলে বাক, লিসন্স, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে মোট ১৫ জন কৃতী শিক্ষার্থীকে ‘বিসিএফ রিইউনিয়ন এন্ড স্টুডেন্টস এওয়ার্ড’ শিরোনামে এ অনুষ্ঠানে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রথমবারের মত এবারে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে নানা সেক্টরে সফল বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় মোহাম্মদ আরিফ উল্লাহ (ফ্রান্স টুয়েন্টি ফোর), মোহাম্মদ লুৎফর রহমান বাবু (সময় টিভি), আকাশ হেলাল (আইনজীবী), ইমরান চৌধুরী (আইনজীবী), দিয়ান আশরাফুল (অফিসার,ফরাসি শিক্ষা মন্ত্রণালয়), ডাক্তার লাজিম মিয়া, কর্মসংস্থান সহায়তায় বিসিএফ এক্সিকিউটিভ মেম্বার ইমরান হোসেন, ফরাসী ভাষা শিক্ষায় ফ্রেন্স উইথ রিফাত, ফ্রান্সের মাটিতে স্থায়ী শহিদ মিনার স্থাপনে সফল হওয়ায় বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ, অ্যাসোসিয়েশন সেকানো বাংলাদেশ (এএসবি), বাংলাদেশি সংস্কৃতি চর্চা ও প্রসারের জন্য এমদাদুল হক স্বপন ও নজরুল ইসলাম চৌধুরী, প্রফেশনাল সার্ভিস এর ক্ষেত্রে ‘ওফিওরা’ এবং ‘আইছা’, সামাজিক ও রাষ্ট্রীক অধিকার আদায়ে ভূমিকা রাখায় নয়ন এনকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রায় পঞ্চাশ বছর ধরে ফ্রান্সে বসবাসকারী হৃদরোগ চিকিৎসক প্রফেসর ডা. ওয়াহিদুর রহমানকে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়া হয়। এসময় চিকিৎসক ড. ম্যাথিও জামেলুকে সংবর্ধনা এবং পুরস্কৃত করা হয়, কমিউনিটি-বন্ধু প্রয়াত শহীদুল আলম মানিক এবং এইচ এস হায়দারকে (মরণোত্তর) ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিপুল সংখ্যক বিদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।