শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘উন্নত বিশ্বে ভাষা-সংস্কৃতির আদান-প্রদানে আমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।
ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে প্যারিসের ক্যাথসীমা শাহজালাল হল রুমে সংগঠনের সভাপতি এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ।
আয়োজিত সভায় শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।