প্রবাসীদের অংশগ্রহণে প্যারিসে অনুষ্ঠিত হলো ঈদ ফেস্টিভ্যাল-২০২৪। দুপুর থেকেই প্যারিসের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে প্রবাসীরা পার্কে আসতে শুরু করে। ঘণ্টা খানেকের মধ্যেই গ্লোবসংলগ্ন পার্ক চত্বরটি একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। ধারণা করা হচ্ছে, ঈদকে কেন্দ্র করে ইংল্যান্ডের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ঈদ ফেস্টিভ্যাল।
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সন্মানে বিগত ছয় বছর ধরে এ আয়োজন করে আসছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। তবে এবার বিসিএফ ও ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
ফ্রান্স প্রবাসীদের জন্য এ প্রাণের অনুষ্ঠান যেন সব গ্লানি, হিংসা-বিদ্বেষ, দুঃখ-কষ্টকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা। উৎসবকে কেন্দ্র করে বাচ্চাদের খেলনা আর ঝালমুড়ি, চটপটি, ফুচকা দোকানগুলি লোকারণ্য ছিল অনুষ্ঠানের শেষ অবধি। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা, কুশল বিনিময়সহ পুরো আয়োজনের নেতৃত্ব দেন বিসিএফ সভাপতি এমডি নুর ও শ্রমিক গ্রুপ সভাপতি আবু হাসানসহ উভয় সংঘঠনের নেতৃবৃন্দ।