‘পৌঁছে গেছে, লিটন দা’, কেকেআরের ফেসবুক পোস্ট ভাইরাল

0

প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস।  

সোমবার দুপুরে কেকেআরের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় কলকাতার বিমানে ওঠেন লিটন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা একটা সুযোগ বলে আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি। ’

কলকাতা নাইট রাইডার্সে লিটনের একাদশে সুযোগ পাওয়া হবে বেশ কঠিন। রহমানউল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তাকে। লিটন বলছেন, সব জায়গাতে খেলতেই প্রস্তুত আছেন তিনি। দায় ছেড়েছেন কলকাতার টিম ম্যানেজম্যান্টের ওপর।

লিটন বলেছেন, ‘একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকতেই হবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here