পোস্টাল ভোট : আইন-শৃঙ্খলা বাহিনীর নিবন্ধন মোতায়েনের পর

0
পোস্টাল ভোট : আইন-শৃঙ্খলা বাহিনীর নিবন্ধন মোতায়েনের পর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনলাইনে নিবন্ধনের সুযোগ মিলবে সবার পরে। এক্ষেত্রে ভোটের ঠিক আগে আগে তারা এ সুযোগ পাবেন, যখন তারা মোতায়েন হবে।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বর্তমানে প্রবাসীদের নিবন্ধন চলছে। ইসির পরিকল্পনা অনুযায়ী ভোটের দায়িত্বে নিয়োজিতরা এবং কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন, তারা তফসিল ঘোষণার থেকে ১৫ দিনের ভেতরে নিবন্ধন (পোস্টাল ভোট বিডি অ্যাপে) করবেন, যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় পোস্টাল ব্যালটটা পেতে পারেন। শুধুমাত্র আপনারা যারা নির্বাচনের কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত হবেন যাদের ডেপ্লয়মেন্টটা পরে হবে। যেমন আপনারা পাঁচ দিন অথবা সাত দিনের জন্য যাদের ডেপ্লয়মেন্ট হবে, পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনী; তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা ১৫ দিনের ভেতরে কমপ্লিট করতে হবে। 

তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমার জানা আছে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা কবে প্রচার হবে, তা জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here