‘পোশাক বিতর্কে’ দেশ ছাড়লেন পাকিস্তানি টিকটকার

0
‘পোশাক বিতর্কে’ দেশ ছাড়লেন পাকিস্তানি টিকটকার

‘নিজের পোশাক ছোট হওয়ার পেছনে জাতির চিন্তাভাবনা দায়ী’—সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটকার সামিয়া হিজাব। এর জেরে বর্তমানে দেশছাড়া তিনি। 

ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এটা জাতির দোষ। সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।

এই টিকটকার মনে করেন, সরকার ও সমাজ উভয়ের কাছেই তিনি প্রতারিত হয়েছেন। তাদের মানসিকতা একই বলে অভিযোগ করে তার মন্তব্য, সরকার আর জনগণ—সবাই মিশে আছে, ভেতরে সবাই একই রকম।

নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রজব বাটের অবস্থা তুলনা করেন সামিয়া। রজব বাটও কয়েক মাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। সামিয়া বলেন, রজব বাটের সঙ্গেও তারা একই কাজ করেছে। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল।

সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও এটি সাময়িক নাকি চিরস্থায়ী—স্পষ্ট করেননি তিনি। অনেকের ধারণা, নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই দেশ ছেড়েছেন এই পাকিস্তানি টিকটকার।

শুধু পোশাক বিতর্কই নয়, এর আগে ব্যক্তিগত ভিডিও ফাঁস থেকে শুরু করে নানা কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন সামিয়া। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আছেন। সেখান থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তবে টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here