শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পোপ ফ্রান্সিস। তিন দিন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রসিকতার ছলে তিনি বলেন, ‘আমি এখনও বেঁচে আছি’।
গেল সপ্তাহের মাঝামাঝি শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ইতালির রোমে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে।
৮৬ বছর বয়সী এই ধর্ম গুরু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাইরে অবস্থানরত সাংবাদিক এবং অশ্রুসিক্ত শুভাকাঙ্ক্ষীদের বলেন, আমি ভীত ছিলাম না, আমি বেঁচে আছি।
গাড়িতে উঠে তিনি সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এরপরই তাকে ভ্যাটিকানে নিয়ে যাওয়া হয়।