পেরুতে স্বর্ণ খনিতে আগুন লাগার ঘটনায় অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা।
আর কেউ বেঁচে নেই বলেই ধারণা করছে উদ্ধারকারী দল। তারা আরও জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামের ওই স্বর্ণ খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে বলে জানা গেছে। তাদের খোঁজে স্বজনরা ওই খনির চারপাশে ভিড় করেছেন।
সূত্র: বিবিসি