নাটোরে খড় বোঝাই একটি নসিমন গাড়িতে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১০টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা এলাকায় এই ঘটনা ঘটে। এতে খড়সহ নসিমনটি আংশিক পুড়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে রাজশাহী থেকে খড় বোঝাই করে একটি নসিমন নাটোরে যাচ্ছিল। দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে যাওয়ার সময় ওই নসিমন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়।