পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

0

মাদারীপুর সদর উপজেলার চর দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতার হওয়া একজনের পেটের ভিতর থেকে দুই হাজার চারশ’ পনেরো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা সদর চরদক্ষিণপাড়া গ্রামের জহির হোসেনের ছেলে মো. বিল্পব হোসেন (৪০), রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. বায়েজীদ (২৮)।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরি  চিকিৎসা সেবা দিলে একজন আসামির পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১ টি পুটলি বের হয় যার ভিতর হতে দুই হাজার চারশ’ পনেরো পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের নিকট হতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত  তিনটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here