পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

0
পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

মেটার বহুল আলোচিত মিক্সড রিয়েলিটি চশমা ‘ফিনিক্স’-এর বাজারজাতকরণ আরও পিছিয়ে গেল। প্রতিষ্ঠানটি আগের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ডিভাইসটি আনতে চাইলেও এখন লক্ষ্য করছে ২০২৭ সালের প্রথম ছয় মাসকে। প্রযুক্তি সংশ্লিষ্ট এই বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছেন মেটার রিয়েলিটি ল্যাবস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাহের সাবা, কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে।

এদিকে মেটার মেটাভার্স বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা গ্যাব্রিয়েল অউল ও রায়ান কেয়ার্নস আরেকটি নোটে জানিয়েছেন, পেছনে যাওয়ার সিদ্ধান্তটি ছিল প্রয়োজনীয়। তাদের ভাষায়, ‘ফিনিক্সে বেশ কিছু জটিল ও উন্নত ফিচার একই সঙ্গে তৈরি হচ্ছে। সময় খুব কম ছিল। তাই অভিজ্ঞতায় কোনো ধরনের আপস করা যাবে না।’ তারা আরও জানান, চূড়ান্ত ডিভাইসটি যেন পুরোপুরি নিখুঁত, স্থিতিশীল ও নির্ভরযোগ্য হয়—সে লক্ষ্যেই সময় বাড়ানো হয়েছে। মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।

সূত্র বলছে, ‘ফিনিক্স’ দেখতে অনেকটা গগলসের মতো এবং এতে আলাদা একটি পাওয়ার প্যাক বা ‘পাক’ থাকবে। ডিভাইসটি দেখেছেন এমন দুই কর্মী জানিয়েছেন, নকশায় এটি অ্যাপলের ভিশন প্রোর মতো হলেও আরও হালকা। ডিভাইসটি যাতে অতিরিক্ত গরম না হয়, সেজন্যই আলাদা পাওয়ার প্যাক ব্যবহার করা হয়েছে।

মাহের সাবা জানান, সম্প্রতি মার্ক জুকারবার্গের সঙ্গে রিয়েলিটি ল্যাবস টিমের বৈঠক হয়েছে। সেখানে জুকারবার্গ স্পষ্ট করে দিয়েছেন, প্রকল্পের গতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মান বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করা। তাই বিভিন্ন টিমকে তাদের সময়সূচি পুনর্বিন্যাস করতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, সময়সীমা বাড়ানো মানে নতুন ফিচার যোগ করা নয়; বরং পূর্বের পরিকল্পনাটিই নিখুঁতভাবে শেষ করাই সবচেয়ে জরুরি।

এদিকে মেটা ২০২৬ সালে সীমিত সংস্করণের আরেকটি ওয়্যারেবল ডিভাইস ‘মালিবু ২’ আনার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এটি মেটার নতুন এআই–মিক্সড রিয়েলিটি ইকোসিস্টেমের অংশ হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের কোয়েস্ট হেডসেট তৈরির কাজও শুরু করেছে। অউল ও কেয়ার্নস উল্লেখ করেছেন, নতুন কোয়েস্ট মূলত ইমারসিভ গেমিং অভিজ্ঞতার জন্য তৈরি করা হবে এবং বর্তমান মডেলগুলোর তুলনায় এটি হবে উল্লেখযোগ্য আপগ্রেড। উৎপাদন খরচ কমাতে ডিজাইনে নতুন পদ্ধতিও যুক্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here