অভিনেতা আল্লু অর্জুনের জামিন মামলার রায় ঘোষণা স্থগিত রাখল তেলঙ্গানার আদালত। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তির আগের রাতে হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জামিনের আবেদন করেন আল্লু অর্জুন। আগামী ৩ জানুয়ারি ওই মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার শুনানির পর এমনটাই জানিয়ে দিল আদালত।
অভিনেতার জামিনে আপত্তি জানিয়ে আগেই পাল্টা অভিযোগ দায়ের করেছিল চিক্কাদাপল্লি পুলিশ। সোমবার তেলেঙ্গানার নামাপল্লি আদালতে এ নিয়ে নিজেদের বক্তব্য জানায় আল্লু অর্জুনের আইনি দল। সংশ্লিষ্ট তথ্যপ্রমাণও পেশ করা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পরেই আদালত জানিয়েছে, ওই মামলায় আগামী শুক্রবার রায় ঘোষণা করা হবে। অন্য দিকে, অভিনেতার জেল হেফাজত সংক্রান্ত মামলাটিতেও আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবারের শুনানিতে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছিলেন আল্লু অর্জুন। হায়দ্রাবাদের ঘটনায় অভিনেতাকে গ্রেফতারের পর এই আদালতেই হাজির করানো হয়েছিল। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পরে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট। কিন্তু নিম্ন আদালতের নির্দেশের ভিত্তিতে এক রাত জেলে কাটাতে হয় আল্লু অর্জুনকে। হাইকোর্টের নির্দেশে ছাড়া পেলেও নিম্ন আদালতে এখনও চলছে অল্লুর জামিন মামলা। শুক্রবার সেই মামলাতেই রায় দেবে আদালত।
গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনাটি ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর জখম হয় তাঁর নয় বছর বয়সী সন্তানও। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা। সেদিনের ঘটনায় অভিনেতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বর্তমানে জামিনে মুক্ত হলেও মাঝে একাধিক বার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে আল্লুকে। তবে শিশুটির বাবা জানিয়েছেন, ঘটনার পর দিন থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আল্লু। ওই পরিবারকে দু’কোটি টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।