পেকুয়ায় ৩৬০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

0

কক্সবাজারের পেকুয়ায় ৩৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়ারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তির নাম সেলিম উদ্দিন (৩৫)। তিনি চকরিয়া উপজেলার পৌরসভা এলাকার কায়কোবাদের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি চকরিয়া থেকে একটি ইয়াবার চালান পেকুয়ার রাজাখালীতে হাতবদল হবে। আগে থেকে পুলিশ মিয়ারপাড়া এলাকায় অবস্থান নেয়। বিকালে মিয়ারপাড়া রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি সেলিমকে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে তিন হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার ও বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here