পূর্ব রাফা থেকে ফিলিস্তিনিদের সরানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী

0

গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনীদের উত্তর দিকে সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর সদস্যরা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আইডিএফ ঘোষণা করেছে- তারা পূর্ব রাফা থেকে বেসামরিক লোকদেরকে একটি নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে। এই মানবিক অঞ্চলটি আল-মাওয়াসি, খান ইউনিস ও মধ্য গাজার কিছু অংশ নিয়ে গঠিত।

একই সাথে বলা হয়েছে, আইডিএফ গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধির অনুমতি দিতে আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের সহযোগিতায় কাজ করছে।

আইডিএফ দেশটির সরকারের সিদ্ধান্ত অনুসারে, বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে থাকা জনসংখ্যাকে রাফার পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, বেসামরিক লোকেরা সরে যাওয়ার পরে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আইডিএফ জানিয়েছে, লিফলেট, টেক্সট মেসেজ, ফোন কল এবং আরবি ভাষায় বিবৃতির মাধ্যমে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আইডিএফ বলেছে, “হামাসকে ধ্বংস করা এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনাসহ যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েরি বাহিনীর অভিযান চলবে।” সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here