পূর্ব ঘোষণা ছাড়াই কানাডা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গণমাধ্যমের খবরে দেখা যায়, রাজধানী অটোয়ার একটি বিমানবন্দরের রানওয়েতে জাস্টিন টুডোর সঙ্গে হাঁটছেন জেলেনস্কি।
ইউএস কংগ্রেস ইউক্রেনের জন্য ১১ হাজার কোটির বেশি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে। কিন্তু জরিপ অনুযায়ী, আমেরিকানদের এই অনুদানের মাত্রা কমে আসছে।
অনেক রিপাবলিকান জানায়, এই অর্থ অভ্যন্তরীণ বিষয়গুলোতে আরো ভালোভাবে ব্যয় করা যেত। তবে জেলেনস্কির সফরের সময়, বাইডেন কিয়েভের জন্য যে তহবিল অনুমোদন করেছিল তার মূল্য ৩২ কোটি ৫০ লাখ ডলার। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
সপ্তাহের শুরুতে, নিউইয়র্কে জাতিসংঘে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। সূত্র: আল জাজিরা, এপি, ইউরোনিউজ, বিবিসি