ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়।
২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশকটি সিনেমা মুক্তি পায়। গত বছর পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পায়। নতুন বছরে সাজিয়েছেন বেশ কিছু পরিকল্পনা।