ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনার এক বছরের মাথায় দক্ষিণি অভিনেতা অল্লু অর্জুনসহ ২২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুুলিশ।
নামপল্লি আদালতের নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। অভিযোগপত্রে অল্লু ছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী এবং থিয়েটার ব্যবস্থাপনার নামও উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে বলা হয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা না থাকাও পরিস্থিতি জটিল করে তোলে। পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ সদস্য ও আটজন বেসরকারি দেহরক্ষীর আচরণ ভিড়কে আরও উত্তেজিত ও বিপজ্জনক করে তোলে বলে পুলিশের দাবি।
থিয়েটার মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারাসহ জননিরাপত্তা বিপন্ন করার একাধিক ধারা যুক্ত করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে চাপে পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েক জন আহত হয়। ওই ঘটনায় আল্লুকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। পুলিশ জানিয়েছে, তদন্তে তিনি সহযোগিতা করেছেন।
সূত্র: দ্য হিন্দু।

