পুষ্পা টু ছাড়িয়ে গেল রণবীরের ধুরন্ধর

0
পুষ্পা টু ছাড়িয়ে গেল রণবীরের ধুরন্ধর

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির দ্বিতীয় রবিবারে আয় দিয়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি পুষ্পা টুর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

বক্স অফিস সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পুষ্পা টু মুক্তির দ্বিতীয় রবিবারে ৫৪ কোটি রুপির ব্যবসা করেছিল। সেখানে একই দিনে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর আয় করেছে ৫৮ কোটি রুপি। এর মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহের রোববারের সংগ্রহে নতুন রেকর্ড গড়ে রণবীর সিংয়ের ছবি।

পুষ্পা টু মুক্তির পর সালমান খান, আমির খানসহ বড় সুপারস্টারদের সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে এমন সাড়া ফেলতে পারেনি। সেই জায়গায় দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে ধুরন্ধর।

মুক্তির মাত্র ১০ দিনে ধুরন্ধর ভারতে মোট আয় করেছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১১ কোটি রুপিতে।

সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন। দর্শক ও ব্যবসা দুই দিক থেকেই ছবিটি এখন শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ধুরন্ধর। এতে করে খুব দ্রুত সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here