পুষ্টিবিদ তামান্না চৌধুরীর বই ‘কিডনিবান্ধব পথ্য’

0

দেশের বিশিষ্ট পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান, এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিসিন সার্ভিস) ডা. আরিফ মাহমুদ এবং ডা. আক্তারুজ্জামান চৌধুরী।

এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানান, তার দুই দশকের কর্মজীবনে হাজার হাজার কিডনি রোগীর জীবন সংগ্রাম দেখেছেন খুব কাছ থেকে। তার এই অভিজ্ঞতার আলোকে তিনি কিডনী রোগীদের সঠিক পথ্য সংক্রান্ত দিক নির্দেশনাগুলো দিয়ে সাজিয়েছেন বইটি। এটি কিডনি রোগীদের দৈনন্দিন খাবারের মেন্যু তৈরিতে সাহায্য করবে। পেশাদার দায়িত্বের বাইরেও মানবিক সেবার ব্রত নিয়ে তার লেখা বইটি কিডনির সঠিক যত্ন ও পরিচর্যায় অনবদ্য অবদান রাখবে বলে তিনি আশা করেন। 

বইটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here