পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

0

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ির গেটের তালা ভেঙে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য আবু হাসান সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী।

জানা যায়, উপজেলার পৌর শহরের সান্তাহার ঢাকাপট্টি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশ সদস্য আবু হাসান। প্রতিদিনের মতো সোমবার দিনশেষে বাড়িতে ফিরে মোটরসাইকেল পার্কিং করে ঘুমাতে যান তিনি। মঙ্গলবার সকালে সেখানে গিয়ে দেখেন গেটের দরজার তালা ভাঙা। তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি নেই। এরপর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চুরির এজাহার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here