পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামানপার্কের বাসভবনের বাইরে প্রায় এক হাজার পুলিশ অবস্থান করছে। স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, যেকোনো সময় ইমরান খানকে আবার গ্রেফতার করা হতে পারে।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বোন আলেমা খানম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামান পার্কে পুলিশ গুলি চালালে ‘নারীরাই প্রথম তাদের জীবন উৎসর্গ করবে’।
তার ভাইকে পুনরায় গ্রেফতার করা হতে পারে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আলেমা বলেন: ‘সরকার যদি ক্রস ফায়ারের মাধ্যমে ইমরানকে নির্মূল করার চেষ্টা করে, তাহলে ভাববেন না, আমরা বোকা কিংবা শুধু চেয়ে চেয়ে দেখব।’