পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ, মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

0

পুলিশের ধাওয়া খেয়ে তালতলা-গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮ টার ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি তার স্বজনদের কাছে হস্থান্তর করেছে। পরে টঙ্গীবাড়ি থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

সুরতহাল করার সময় কুদ্দুসের প্যান্টের পিছনের পকেটে নীল রঙের জিপার হতে চার পিস ইয়াবা টেবলেট পাওয়া গেছে। 

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, নিখোঁজের লাশ বেতকা খালে ভেসে উঠেছে। পরে লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়। কুদ্দুস চিহ্নিত মাদক কারবারি ছিলো। টঙ্গীবাড়ি ও লৌহজং থানায় তার বিরুদ্ধে মাদক, জুয়া ও চুরির ১৫টিরও বেশি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here