পুলিশের ডিএসপি হলেন ভারতের নারী বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা

0
পুলিশের ডিএসপি হলেন ভারতের নারী বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক শিরোপাজয়ে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হওয়া অলরাউন্ডার দীপ্তি শর্মা পেলেন নতুন সম্মাননা। তাকে উত্তরপ্রদেশ পুলিশে ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার লক্ষ্ণৌতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে দীপ্তিকে সংবর্ধনা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে তাকে ডিএসপি পদে নিয়োগ দেওয়া হয়। স্পোর্টস কোটায় এই মর্যাদাপূর্ণ পদে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) রাজীব কৃষ্ণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিজিপি রাজীব কৃষ্ণ বলেন, দীপ্তি শর্মা শুধু দেশকে নয়, উত্তরপ্রদেশ ও রাজ্য পুলিশকেও গর্বিত করেছেন। তার এই অর্জনে পুলিশ পরিবারের সবাই আনন্দিত।

তিনি পুরুষদের ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপজয়ের সঙ্গে নারীদের সাম্প্রতিক শিরোপার তুলনা করে আরও বলেন, এমন সাফল্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানে দীপ্তি শর্মা জানান, উত্তরপ্রদেশ পুলিশে কাজ করা তার পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই সম্মানে তিনি নিজেকে গর্বিত এবং কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক বিশ্বকাপে দীপ্তি ছিলেন ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক। ৯ ম্যাচে ২১৫ রান ও ২২ উইকেট নিয়ে তিনি পুরুষ বা নারী—উভয় বিভাগ মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে একক বিশ্বকাপে ২০০ রান ও ২০ উইকেটের অনন্য রেকর্ড গড়েন।

পারিবারিক সমর্থন, বিশেষ করে ভাই সুমিত শর্মার ভূমিকা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি অ্যাথলিটদের জন্য চাকরি ও আর্থিক সহায়তার নীতি প্রণয়নের জন্য উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানান।

এর আগে দীপ্তি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও সাক্ষাৎ করেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় নারী দলের ঐতিহাসিক বিশ্বকাপজয় উদ্‌যাপন করা হয় এবং দীপ্তির অসাধারণ অবদানের বিশেষ প্রশংসা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here