গত মাসের এক প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের আদেশ অমান্য করার অভিযোগে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে জরিমানা করেছে আদালত। সোমবার মালমো ডিস্ট্রিক কোর্ট এই জরিমানা করে।
দোষী প্রমাণিত হওয়ায় গ্রেটাকে ১৫০০ সুইডিশ ক্রোনা (১৪৪ ডলার) জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই অপরাধের ভুক্তভোগীদের তহবিলে থুনবার্গকে আরো এক হাজার ক্রোনা দিতে হবে।