দুর্দান্ত আক্রমাণত্মক খেলে ময়মনসিংহে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই ম্যাচে নিজেদের রক্ষণ সামলাতেই বেশিরভাগ সময় ব্যয় করতে হয়েছে পুলিশকে।
শেষ ম্যাচে কিংস অ্যারেনায় মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস।
পুলিশের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় কিংসরা। গোল করেছেন মিগেল ফিগেইরা, রাকিব হোসেন এবং আসরর গফুরভ।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই মিগেল ফিগেইরা গোলে এগিয়ে যায় কিংস। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব হোসেন। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান আসরর গফুরভ।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে। তবে আর কোনো গোলের দেখা পায়নি কিংসরা। অন্যদিকে গোলের সুযোগ তৈরির চেয়ে নিজেদর রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে পুলিশ এফসিকে।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আসরর গফুরভ।