নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে সিএনজি-ট্রাক সংঘর্ষে আবারও দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার মাঝরাতে সড়কটির পুর্বধলা উপজেলাধীন আতকাপাড়া প্রেট্রোলপাম্পের সন্নিকটে দুর্ঘটনায় সিএনজি চালক আনোয়ার মিয়া (২৪) ও যাত্রী মুহিত রহমান (৩৩) নিহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহত সিএনজি চালক ও যাত্রীদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশরাফুল আলম (৩৫) নামের একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে পুর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।