ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে।
পেসকভ বলেন, “আমরা বিশ্বাস করি, চলমান পরিস্থিতিকে শিগগিরই শান্তিপূর্ণ পথে নিয়ে আসা প্রয়োজন। কারণ এই ধরনের সহিংসতা ধারাবাহিকভাবে চলতে থাকলে তা আরো বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে সংঘাত অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, যা ওই অঞ্চলের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ।”
ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, “হামাসের হামলায় ইসরায়েলে কতজন রুশ নাগরিক হতাহত হয়েছে সে বিষয়ে রাশিয়ার দূতাবাসের কাছে এখনও কোনো তথ্য নেই। আর গাজায় ইসরায়েলি হামলায় কোনো রুশ নাগরিক হতাহত হয়েছেন কি না তা জানতে ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ করছে রাশিয়া।
উল্লেখ্য, শনিবার ভোরে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা শুরু করে। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালালো ফিলিস্তিন কর্তৃপক্ষ।
এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এছাড়াও ইসরায়েলের হামলায় দুই হাজার ৭৫০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক। সূত্র: রয়টার্স